
৮১ বলে ২৩ ছক্কা ও ১৪ চারে ২২৯ রান—স্ট্রাইকরেট ২৮২.৭১! স্কট এডওয়ার্ডস এমন ঝোড়ো ইনিংস খেললেও টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে জায়গা হচ্ছে না তাঁর। কারণ তিনি যেই টুর্নামেন্টে এই ইনিংস খেলেছেন, সেটি স্বীকৃত টি-টোয়েন্টি নয়।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ২২৯ রানের ইনিংস খেলেন এডওয়ার্ডস। কিন্তু টুর্নামেন্টটি স্বীকৃত টি-টোয়েন্টি না হওয়ায় ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড টপকেও আনুষ্ঠানিক রেকর্ড তিনি ভাঙতে পারেননি।
ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন এডওয়ার্ডস।
২৩ বলেই ফিফটি,
১১তম ওভারে সেঞ্চুরি,
শেষ চার ওভারে দলের সংগ্রহ ৯২ রান—যার বেশির ভাগই তাঁর ব্যাটে।
১৬ ওভার শেষে আলটোনার স্কোর ছিল ২ উইকেটে ২১২। নির্ধারিত ২০ ওভারে দলটি পৌঁছে যায় ৩০৪/২ রানে।
এডওয়ার্ডসের ঝড়ো ব্যাটিংয়ে আলটোনা ম্যাচ জেতে ১৮৬ রানে। ৩০৫ রানের লক্ষ্যে নেমে উইলিয়ামস ল্যান্ডিং গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে।
স্কট এডওয়ার্ডসের দাপুটে ২২৯ রানের ইনিংস স্বীকৃত টি-টোয়েন্টি নয়। ফলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখনও ক্রিস গেইলেরই—
*১৭৫ (৬৬ বল, ১৩ চার, ১৭ ছক্কা)**,
২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো সেঞ্চুরি নেই এডওয়ার্ডসের। তাঁর সর্বোচ্চ ৯৯ রান গত বছর ওমানের বিপক্ষে।