নিজস্ব প্রতিবেদকঃ
৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাসে সিলেট-আখাউড়া রেলপথে চলমান ট্রেন অবরোধ প্রত্যাহার করা হয়েছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক এম আতিকুর রহমান আখই জানিয়েছেন, রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ১৮ নভেম্বর চলমান আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা রেল ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিলেন। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল—আখাউড়া-সিলেট রেলপথের সংস্কারকাজের টেন্ডার দ্রুত সম্পন্ন করা এবং অতিরিক্ত যাত্রীচাহিদা অনুযায়ী সকল ট্রেনে নতুন বগি সংযোজন।
রেল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সংস্কারকাজ শুরু করা হবে এবং পর্যায়ক্রমে বগি বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
এদিকে আন্দোলনকারীরা সতর্ক করে বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে আশ্বাস বাস্তবায়িত না হলে তাঁরা পুনরায় কঠোর আন্দোলনে নামবেন।
