১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা আর নাই

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, শনিবার, ২০২৫ ১৫:১৫:৫৭
৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা আর নাই

Manual7 Ad Code

 

শুক্রবার দিবাগত রাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন।

 

রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

অঞ্জনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। হাসপাতাল থেকে তাকে বাসায় নেয়া হচ্ছে। পরে এফডিসিতে নেয়া হবে। বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

 

Manual3 Ad Code

 

তার ঘনিষ্টরা জানিয়েছেন, ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

পরিচিত ছিলেন নৃত্যশিল্পী হিসেবে, পরে চলচ্চিত্রে আসেন অঞ্জনা। ‘দস্যু বনহুর’ দিয়ে তার শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

অঞ্জনার ২ মেয়ে ও ১ ছেলে আছে।