১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৯ পরীক্ষার্থীকে বহিষ্কার

admin
প্রকাশিত ২৯ জুন, রবিবার, ২০২৫ ২২:৩৯:৫৪
৯ পরীক্ষার্থীকে বহিষ্কার

Manual2 Ad Code

বরগুনা আমতলীতে এইচএসসি ও আলিম পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন এদের বহিষ্কার করেন। আজ বিকেলে আমতলী বন্দর হোসেনিয়া ফাজিল মাদ্রাসা এবং সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী হোসেনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আজ বিকেলে উপজেলার চারটি কলেজের কারিগরি শাখার এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে ইউএনও রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনে যান। ওই সময় অসদুপায় অবলম্বনের দায়ে আমতলী সরকারি কলেজের কারিগরি শাখার চারজন ও চাওড়া টেকনিক্যাল কলেজের কারিগরি শাখার একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। একই দিন সকালে আমতলী সরকারি কলেজের মাদ্রাসা কেন্দ্রের আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার একজন, ন ম আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার একজন, তালতলী ছোট ভাইজোড়া সিনিয়র মাদ্রাসার একজন ও পশ্চিম চিলা ফাজিল মাদ্রাসার একজন, মোট চারজন আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

Manual4 Ad Code

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খাঁন বলেন, কারিগরি শাখার এইচএসসি ও মাদ্রাসার আলিম পরীক্ষার ৯ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

Manual1 Ad Code