২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আ. লীগ নেতা জাবেদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

admin
প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ২০:১৩:০৫
আ. লীগ নেতা জাবেদ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

Manual5 Ad Code

আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তাঁর স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে দুদক চট্টগ্রাম কার্যালয়ের পক্ষ থেকে এ আবেদন করা হয়। আদালত আবেদনটি শুনানির জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

Manual8 Ad Code

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, প্রায় ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাবেদ-রুকমিলা দম্পতিসহ অর্ধশত কর্মকর্তার বিরুদ্ধে মামলা তদন্তাধীন রয়েছে। এ মামলার অংশ হিসেবেই ইন্টারপোলের মাধ্যমে তাঁদের গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

আদালতের আদেশে ইতোমধ্যে তাঁদের নামে থাকা বিপুল সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • বিদেশে সম্পদ: যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি।

    Manual5 Ad Code

  • বাংলাদেশে ব্যাংক হিসাব: ৩৯টি হিসাব ফ্রিজ করা হয়েছে, যেখানে জমা রয়েছে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা।

  • শেয়ার ও জমি: প্রায় ১০২ কোটি টাকার শেয়ার এবং ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশনা রয়েছে।

২০২৪ সালের ৭ অক্টোবর আদালত তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তবে তার আগেই তাঁরা দেশ ছেড়ে গেছেন।

Manual3 Ad Code