১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতলেন ইমরান কাদির

admin
প্রকাশিত ১৪ নভেম্বর, শুক্রবার, ২০২৫ ১৯:৫৬:০১
এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতলেন ইমরান কাদির

Manual5 Ad Code

ঢাকা:
দ্য ডেইলি স্টারের বিক্রয় ও বিপণন প্রধান এবং জেসিআই বাংলাদেশের সাবেক সভাপতি ইমরান কাদির এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড (ইয়ুথ) অর্জন করেছেন। পুরস্কারটি এশিয়ার ‘টপ আউটস্ট্যান্ডিং ইয়ুথ মার্কেটার অব দ্য ইয়ার ২০২৫’ হিসেবে স্বীকৃত।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোর মোনার্ক ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। এশিয়া মার্কেটিং ফেডারেশনের (এএমএফ) ১৭টি সদস্য দেশের প্রতিযোগীদের মধ্য থেকে তিনি নির্বাচিত হন। দেশগুলো হলো—
কম্বোডিয়া, চীন, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ম্যাকাও, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

Manual3 Ad Code

ইমরান কাদিরের প্রতিক্রিয়া

পুরস্কার পেয়ে ইমরান কাদির বলেন,
“এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের যুবসমাজ ও আমাদের বিপণন খাতের সৃজনশীল চিন্তার স্বীকৃতি।”
তিনি এএমএফ এবং তার যাত্রায় সহযোগী সবাইকে ধন্যবাদ জানান।

এএমএফ সম্পর্কে

এশিয়া মার্কেটিং ফেডারেশন এশিয়ার সবচেয়ে প্রভাবশালী মার্কেটিং নেতা ও উদ্ভাবকদের সম্মাননা জানায়। এই পুরস্কার মহাদেশের শীর্ষ মার্কেটিং পেশাজীবীদের স্বীকৃতি হিসেবে বিবেচিত।

ইমরান কাদির সম্পর্কে

ইমরান কাদির একজন গণমাধ্যমকর্মী ও উদ্যোক্তা। তিনি—

Manual1 Ad Code

  • দ্য ডেইলি স্টারের বিক্রয় ও বিপণন প্রধান

  • কয়েকটি স্টার্টআপ ও ব্যবসার অংশীদার

  • মিশন সেভ বাংলাদেশ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা

    Manual1 Ad Code

  • স্পৃহা ফাউন্ডেশনের ট্রাস্টি

  • ক্লাব জেসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি

    Manual3 Ad Code

  • বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মার্কেটিং কমিটির সদস্য
    এ ছাড়া বিনিয়োগবিষয়ক তার বই ‘রোড টু ওয়েলথ’ পাঠকের প্রশংসা পেয়েছে।