২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওপেনএআই আনল নতুন এআই ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’

admin
প্রকাশিত ২২ অক্টোবর, বুধবার, ২০২৫ ১০:৪৩:০৯
ওপেনএআই আনল নতুন এআই ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’

Manual8 Ad Code

গুগল ক্রোম ও অন্যান্য জনপ্রিয় ব্রাউজারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে

প্রযুক্তি ডেস্ক | ঢাকা

Manual5 Ad Code

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এবার বাজারে এনেছে নতুন এক ওয়েব ব্রাউজার। নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমমাইক্রোসফট এজ–এর জন্য এটি হতে পারে বড় চ্যালেঞ্জ—এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

গতকাল মঙ্গলবার অ্যাপলের ম্যাকওএস অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয় এই ব্রাউজারটি। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে চ্যাটজিপিটি প্রযুক্তিকে কেন্দ্র করে তৈরি।


অ্যাড্রেস বার ছাড়াই নতুন অভিজ্ঞতা

অ্যাটলাসের অন্যতম বৈশিষ্ট্য হলো—এতে প্রচলিত ওয়েব ব্রাউজারগুলোর মতো অ্যাড্রেস বার নেই। ব্যবহারকারী চাইলে সরাসরি প্রশ্ন বা অনুরোধ জানাতে পারেন, যা ব্রাউজারটি বুঝে প্রয়োজনীয় ওয়েবসাইট বা তথ্য উপস্থাপন করবে। ওপেনএআইয়ের লক্ষ্য হলো—প্রচলিত সার্চের পরিবর্তে বুদ্ধিমত্তাভিত্তিক অনুসন্ধান অভিজ্ঞতা তৈরি করা।

Manual4 Ad Code


আয় বাড়াতে নতুন ফিচার: ‘এজেন্ট মোড’

ক্রমবর্ধমান ব্যবহারকারী ও এআই-ভিত্তিক বিনিয়োগকে কাজে লাগিয়ে নতুনভাবে আয় বাড়াতে চায় ওপেনএআই।
এই লক্ষ্যে অ্যাটলাসে যুক্ত করা হয়েছে একটি পেইড ফিচার‘এজেন্ট মোড’।
এই মোডের মাধ্যমে চ্যাটজিপিটি নিজে থেকেই অনুসন্ধান বা কাজ সম্পন্ন করবে, ব্যবহারকারীর নির্দেশ ছাড়াই। তবে এই সুবিধা কেবলমাত্র পেইড সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত থাকবে।


অংশীদারত্ব ও ব্যবহারকারী সংখ্যা

ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ওপেনএআই ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব করেছে। এর মধ্যে রয়েছে ই-কমার্স সাইট ইটসি (Etsy), শপিফাই (Shopify) এবং বুকিং সেবা ইপিডিয়া (Expedia)বুকিং ডটকম (Booking.com)
সাম্প্রতিক ‘ডেভডে’ ইভেন্টে স্যাম অল্টম্যান জানান, বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৮০ কোটি।


বিশ্লেষকদের মতামত

প্রযুক্তি গবেষণা সংস্থা মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজি–এর সিইও ও প্রধান বিশ্লেষক প্যাট মুরহেড বলেন,

“অ্যাটলাস হয়তো একদম নতুন বা সাধারণ ব্যবহারকারীদের জন্য তেমন হুমকি নয়। গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ দ্রুতই একই ধরনের সুবিধা নিয়ে আসতে পারবে। ইতিমধ্যে এজ অনেক এআই ফিচার বিনামূল্যে দিচ্ছে।”

তবে অন্য অনেক বিশেষজ্ঞের মতে, চ্যাটজিপিটি অ্যাটলাস মূলধারার ব্রাউজিং অভিজ্ঞতায় নতুন এক অধ্যায় সূচনা করতে পারে।


এআই সার্চের যুগে প্রতিযোগিতা তীব্র হচ্ছে

ওপেনএআইয়ের এই পদক্ষেপ এসেছে এমন সময়ে, যখন অনলাইন সার্চে গুগলের একচেটিয়া আধিপত্য নিয়ে সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্রের আদালত সম্প্রতি গুগলকে অনলাইন সার্চে বেআইনি একচেটিয়া অবস্থানের দায়ে অভিযুক্ত করেছে।

Manual6 Ad Code

অন্যদিকে, এআই ব্যবহার করে সার্চের ধরণও দ্রুত বদলাচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান ডেটোস–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই পর্যন্ত ডেস্কটপ সার্চের প্রায় ৬ শতাংশ ইতিমধ্যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)–এর মাধ্যমে সম্পন্ন হয়েছে—যা এক বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।

গুগলও এআই–এ বড় বিনিয়োগ করছে এবং তাদের সার্চ রেজাল্টে এআই–জেনারেটেড উত্তরকে অগ্রাধিকার দিচ্ছে।

Manual7 Ad Code


বিশ্বজুড়ে অনলাইন অনুসন্ধান ও ব্রাউজিংয়ের ধারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার দিকে দ্রুত এগোচ্ছে।
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি অ্যাটলাস সেই রূপান্তরেরই নতুন মাইলফলক হতে পারে—যা ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য “মানুষের মতো চিন্তা করা ব্রাউজিং অভিজ্ঞতা” এনে দেবে।