১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কবিতা

admin
প্রকাশিত ০৬ জানুয়ারি, মঙ্গলবার, ২০২৬ ২১:১১:৪৬
কবিতা

Manual1 Ad Code

 

খোকার সপ্ন

Manual7 Ad Code

★ ফকির হাসান ★ শীতের পাখি শীতের পাখি বন্ধু হবে মোর?

Manual5 Ad Code

খেতে দেব শীতের পিঠা সঙ্গে খেজুর গুড়।

দলবেঁধে সব ঝাকের পাখি, উড়লে বিকেল বেলা,

তাদের দেখে থেমে গেল আমার সকল খেলা।

নীল আকাশে শুদ্ব পায়ে মেলে রঙিন ডানা,

কিচির মিচির ডেকে মোরে খেলতে কর মানা।

Manual4 Ad Code

নাওনা ভাই সঙ্গে তোমার ডানায় দিয়ে ভর।

গানে গানে ভরিয়ে দেব তোমার ছোট্ট ঘর,

দাদু বলেন তোমার নাকি মোদের অতিথি তাইতো আজি তোমাদেরকে দেব সকল প্রীতি।

বাঠা ভরা পানদেব সঙ্গে দেব চুন রাঙিয়ে দেব ঠোটটি তোমার শুননা টুনটুন।

গগন জোড়ে উড়বো যখন, তোমার ডানায় করে হেসে, চাঁদের দেশে যাব আমি উড়ে।

Manual5 Ad Code