করোনায় শনাক্ত ৮ মৃত্যু-১

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

করোনায় শনাক্ত ৮ মৃত্যু-১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও আটজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে আটজন।

চলতি বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৪৯ জনের। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৫১ জনের।

চলতি বছর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৩ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মৃত্যু হওয়া রোগীদের মধ্যে ঢাকায় নয়জন, চট্টগ্রামে ১০, খুলনায় চার ও সিলেটে দুজন রয়েছেন। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ