২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

করোনা সংক্রমণ প্রতিরোধে সিটি কর্পোরশনে প্রস্তুতি সভা

admin
প্রকাশিত ০১ জুলাই, মঙ্গলবার, ২০২৫ ২২:৩৮:৪৪
করোনা সংক্রমণ প্রতিরোধে সিটি  কর্পোরশনে প্রস্তুতি সভা

Manual3 Ad Code

করোনা সংক্রমণ প্রতিরোধে এক প্রস্তুতিমূলক সভা আজ মঙ্গলবার (০১/০৭/২০২৫) বিকেলে সিটি কর্পোরেশনের সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ রেজাই রাফিন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

 

 

সভায় সিলেটের করোনা পরিস্থিতি ও করোনা প্রতিরোধে প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেটে করোনার ভ্যাকসিন গ্রহণের হার ৮০ শতাংশেরও বেশি। তাই করোনার এন্টিবডিও আছে। এছাড়া সিলেটবাসী এ ব্যাপারে সচেতন, তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। তাই সিলেটে করোনা সংক্রমণের হারও খুব কম। তবু পরিস্থিতির অবনতি হলে আমরা মোকাবেলায় প্রস্তুত আছি।
সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জন রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৬ শতাংশেরও কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ শয্যা প্রস্তুত আছে। আছে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিটসহ সার্কিক প্রস্তুতি।

 

 

 

Manual5 Ad Code

সভায় সিটি কর্পোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেটে করোনার সংক্রমণ খুবই কম। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সংক্রমন যাতে না বাড়ে সে জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

 

 

 

সভায় সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মুহাম্মদ ফজলুল কাদের, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক মো. পারভেজ আলম, ইউনিসেফ’র কনসালট্যান্ট ডা. নভোঃজ্যোতি দেব, মো. হুমায়ূন কবীর, সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code