সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫
মৌলভীবাজার প্রতিনিধি ॥
গত ২৩ আগস্ট, শনিবার বেলা ২ ঘটিকায় মৌলভীবাজার জেলার কুলাউড়া শহরস্থ মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা (উত্তর ইউনিট) এর পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা ইউনুস আহমদ। এছাড়া সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা কাজী জুনাইদ আহমদ বেলাল, মোঃ তাহির আলী, মোঃ বাদশা মিয়া, মাওলানা ইমরান আহমদ, মোঃ আব্দুস শাকুর ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি: মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী (ভাটেরা)
সহ-সভাপতি: আহমদ হুসাইন (শাদীপুর), মাওলানা মঈন উদ্দিন (ভুকশিমইল), মাওলানা আব্দুল মজিদ (লস্করপুর), মোবারক হুসাইন পালপুরী (মনসুর), মোঃ তাহির আলী (উত্তর কুলাউড়া), মোঃ বাদশা মিয়া (উত্তর কুলাউড়া)সহ আরও বেশ কয়েকজন।
সাধারণ সম্পাদক: মাওলানা হাবিবুর রহমান (বালিচিরি)
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা নজরুল ইসলাম নোমানী (উত্তর কুলাউড়া), হাফিজ মাওলানা আবুল কালাম আজাদ (বরমচাল), ক্বারি আব্দুল মুহিত (মনসুর)
সাংগঠনিক সম্পাদক: মাওলানা সালমান আহমদ (মনসুর)
অর্থ সম্পাদক: আব্দুস সামাদ (কাদিরপুর)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: ওবায়দুর রহমান তুলা (ভাটেরা)
প্রবাসী কল্যাণ সম্পাদক: মাওলানা গিলমান আহমদ (ভাটেরা)
সমাজ কল্যাণ সম্পাদক: আশরাফুল ইসলাম (লৈয়ারহাই)
ছাত্র বিষয়ক সম্পাদক: হাজী রেদওয়ান আহমদ (বিছরাকান্দি)
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন আরও বহু স্থানীয় দায়িত্বশীল।
এ সময় বক্তারা বলেন, খেলাফত মজলিসের নতুন নেতৃত্ব ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। তারা কুলাউড়া উপজেলার উত্তর ইউনিটকে একটি গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD