২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

admin
প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ২০:১১:১৫
চাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

Manual8 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চবি শাখা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চবি শাখার সভাপতি মোহাম্মদ আলী।

ঘোষিত প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া প্যানেলের অন্যান্য পদে আছেন—

Manual5 Ad Code

  • খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন

  • সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: শাহপরান মারুফ

  • সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম

  • সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন

  • দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান

  • সহদপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত

  • সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান

  • গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন

  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান

  • ছাত্রীকল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা

    Manual7 Ad Code

  • সহছাত্রীকল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা

    Manual4 Ad Code

  • স্বাস্থ্যবিষয়ক সম্পাদক: আফনান হাসান ইমরান

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মেহেদি হাসান সোহান

  • যোগাযোগ ও আবাসন সম্পাদক: ইসহাক ভূঁইয়া

  • সহযোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবায়দুল সালমান

  • আইন ও মানবাধিকার সম্পাদক: তাওহিদ রাব্বি

  • পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ

পাঁচ নির্বাহী সদস্য পদে রয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফ।

উল্লেখ্য, চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল বুধবার। এ পর্যন্ত ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ১ হাজার ১৬২ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে চাকসুর ২৬ পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ জন এবং ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬ পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন।

Manual3 Ad Code