সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
চীনা গবেষকরা আবিষ্কার করেছেন একধরনের নতুন চিকিৎসা-প্রযুক্তি, যা মাত্র তিন মিনিটে ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম। ‘বোন–০২’ (Bone-02) নামের এই বিশেষ আঠা শরীরে প্রাকৃতিকভাবে শোষিত হয়ে যায়। ফলে প্রচলিত ধাতব ইমপ্ল্যান্টের মতো এটি অপসারণের জন্য দ্বিতীয় অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।
গত ১০ সেপ্টেম্বর ঝেজিয়াং প্রদেশে এই প্রযুক্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। গবেষণার নেতৃত্ব দিয়েছেন স্যার রান রান শো হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী প্রধান সার্জন লিন শিয়েনফেং। তিনি জানান, পানির নিচে ঝিনুকের দৃঢ়ভাবে আটকে থাকার বৈশিষ্ট্য থেকেই অনুপ্রাণিত হয়ে এই আঠার ধারণা আসে।
গবেষকদের দাবি, এই আঠা রক্তময় পরিবেশেও দুই থেকে তিন মিনিটের মধ্যে হাড় জোড়া লাগাতে সক্ষম। পরীক্ষাগারে নিরাপত্তা ও কার্যকারিতার সব মান পূরণ করেছে ‘বোন–০২’। প্রচলিত চিকিৎসায় যেখানে বড় ছিদ্র করে ধাতব পাত ও স্ক্রু বসাতে হয়, সেখানে এই আঠা দিয়ে মাত্র ১৮০ সেকেন্ডে প্রক্রিয়াটি শেষ করা যায়।
চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইতিমধ্যে ১৫০ জনের বেশি রোগীর ওপর এই প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। গবেষণা অনুযায়ী, আঠাটি সর্বোচ্চ ৪০০ পাউন্ড পর্যন্ত চাপ সহ্য করতে পারে। পাশ থেকে চাপ পড়লেও এটি প্রায় ০.৫ মেগা প্যাসকাল এবং ওপর থেকে চাপ দিলে ১০ মেগা প্যাসকাল পর্যন্ত সহ্য করতে সক্ষম।
গবেষকদের মতে, ‘বোন গ্লু’ ধাতব ইমপ্ল্যান্টের বিকল্প হিসেবে কাজ করতে পারে। এটি সংক্রমণ ও পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি কমানোর পাশাপাশি গাজায় পুনর্গঠন ও পুনর্বাসন প্রক্রিয়াকেও সহজতর করবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD