১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জননেতা নয় জনগনের সেবক হয়ে সবার সেবা করতে চাই ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডালিম ?

admin
প্রকাশিত ১১ মে, বৃহস্পতিবার, ২০২৩ ১৪:৪৪:২৮

Manual5 Ad Code

জননেতা নয় জনগনের সেবক হয়ে সবার সেবা করতে চাই ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডালিম

সবুজ আহমদঃ- আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রাজ্জাক ডালিম বলেন, আমি ছোট বেলা থেকে আমার বন্ধু আত্বীয় স্বজন সহ পরিচিত সবার সব কাজে থেকে এর সুষ্ঠ সমাধান করা ছিল আমার নেশা,কিন্তু সময় যতই পেড়িয়ে গেছে পড়ালেখার পাশা পাশি ব্যেবসার কাজে জড়িয়ে পড়ি কিন্তু সেই সময় আমার মনের অজান্তে মাথা চাড়া দিয়ে উঠে সেই ছোট বেলার সামাজিকতার নেশা কারন এখন তো আমার নিজের ব্যেবস্যা থেকে যা আয় হতো সব টাকা আমার, কারন পরিবারের দ্বায়িত্ব আমার কাছে নেই তাই আমার ব্যেবসার আয় নিয়ে কারো কোন মাথা বেথ্যা নেই,আর তখন থেকেই যেখানে যার বিপদের কথা শুনেছি এবং আমার কাছে আমার ওয়ার্ডের যে কোন লোক যে কোন সমস্যা নিয়ে আসলে আমি যাকে যে রকম সম্ভব সেই রকম উপকার করার চেষ্টা করেছি তারপর যখন গভির ভাবে ভেবে দেখি আমাদের ওয়ার্ডের জন প্রতিনিদি থাকতে রাস্তা ঘাটের অবনতি এত লোকের এত অভি্যোগ এমন কি এই সরকারের আমলে সারা দেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে সুনাম অর্জন করেছে অথচ আমাদের ৩৭নং ওয়ার্ডের রাস্তায় একটু বিষ্টি দিলে হাটু পানি কোন পানি নিশকাসনের বেব্যস্তা নেই আরো আশ্চর্য বিষয় এখনো এমন বাড়ি ঘর আছে যে খানে বিদ্যুতের আলো পর্যন্ত যায়নি যাই হোক আপনাদের যদি আরো সব কিছু বলতে হয় তাহলে দিন গিয়ে রাত চলে আসবে, কিন্তু আমি কখনো চিন্তা করিনি এত গভির ভাবে, কারন পরিবার পরিচালনা করার জন্য বেশির ভাগ সময় ব্যেবসা নিয়ে বাহিরে থাকতে হতো আর রাতে বাড়িতে আসতাম,কিন্তু আমার নিজ এলাকা এবং ওয়ার্ডের বেশির ভাগ মুরব্বী এবং যুব সমাজ আমাকে যখন প্রস্তাব করেন এই ৩৭ নং ওয়ার্ডের দ্বায়ীত্ব নিজের কাদে নেয়ার জন্য আমি উনাদের কে বার বার জিজ্ঞেস করার পড়ে উনারা বলে তুমি সবার সব ডাকে যতটুকু তুমার সাধ্য সেই রকম এগিয়ে আসো তাহলে এবারের নির্বাচনে আমরা সবাই তুমার সাথে আছি তুমি কাউন্সিলর পদে এগিয়ে আসো ইনশা আল্লাহ আমরা সবাই তুমাকে সাহয্য করবো আর তুমার মতো ব্যেক্তি কে যদি আমাদের ওয়ার্ডের জনসাধারন তুমার ভালো দিক সব কিছু চিন্তা করে দেখেন তাহলে আমাদের সবার উপকার হবে ।

Manual3 Ad Code

তারপর অনেক চিন্তা করে আমি আলহাজ্ব আব্দুর রাজ্জাক ডালিম সবার কথার উপর মত প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলে মহান আল্লাহ পাক রাব্বুল আল আমীনের কাছে শুকরানা নামাজ আদায় করে আমার মায়ের দোয়া নিয়ে এই সিন্ধান্ত নিয়ে আমার সম্মানীত মুরব্বীয়ান ও যুব সমাজের ভাই জাতিজা নিয়ে ঘর থেকে বেড়িয়েছি আর আল্লাহর কাছে চেয়েছি তিনি যেন আমার মাধ্যমে আমার ওয়ার্ডের সবার ভালো করেন এবং যাদের উৎসাহে আমি মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চেয়েছি তাদের সবার সেই সম্মান এবং আমার ৩৭নং ওয়ার্ড কে এমন একটি মডেল ওয়ার্ড হিসেবে করে দেখাতে চাই যা আমার স্বপ্ন তাই আমি আপনাদের সবার সার্বিক সহযোগীতা কামনা করি বিবেচনা করা আপনাদের আর আমি চাই আপনারা সবাই এবারের নির্বাচনে আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে আপনাদের এই ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন,কাউন্সিলর পদপ্রার্থী,আলহাজ্ব আব্দুর রাজ্জাক ডালিম।

Manual7 Ad Code