১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ ১৮:৫২:০০
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

Manual5 Ad Code

ঢাকা, বৃহস্পতিবার
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশের সংবিধানে দায়মুক্তি আইনের বৈধতা রয়েছে এবং সেই সাংবিধানিক ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা বলেন, মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন করা হয়েছিল। সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এ ধরনের আইনের বৈধতার স্বীকৃতি রয়েছে। সেই নজির অনুসরণ করেই জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে।

ড. আসিফ নজরুল পোস্টে লেখেন, “জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছে, সে জন্য তাদের দায়মুক্তির অধিকার রয়েছে।”

Manual5 Ad Code

তিনি আরও বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্তসহ বিশ্বের বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থান বা বিপ্লবের পর জনধিক্কৃত সরকার পতনের ক্ষেত্রে দায়মুক্তির আইন প্রণয়নের নজির রয়েছে।

Manual5 Ad Code

পোস্টে জানানো হয়, “ইনশা আল্লাহ, আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়াটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।”

উল্লেখ্য, এর আগে গত ৬ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে অধ্যাদেশের খসড়া প্রস্তুতের জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল।

Manual4 Ad Code