জুড়ীতে চাঁদাবাজ মনিরুলের বিরুদ্ধে শাব্বিরের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ১, ২০২৫

জুড়ীতে চাঁদাবাজ মনিরুলের বিরুদ্ধে শাব্বিরের সংবাদ সম্মেলন

 

 

জুড়ী প্রতিনিধিঃ

জুড়ী মডেল একাডেমীর প্রধান শিক্ষক ও মাই টিভি এবং সিলেট বিডি নিউজ ২৪ এর জুড়ী প্রতিনিধি মনিরুল ইসলাম এর বিরুদ্দে চাঁদাবাজি এবং মানহানির অভিযোগে ৩১ মে শনিবার সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।

 

আমি শাব্বির আহমদ প্রাইম ব্যাংকের এজেন্ট এর পরিচালক মনিরুল দির্ঘ দিন থেকে আমার প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন সময় অযৌক্তিক তথ্য পাতির তালাবি নেয়।এবং চাদা দাবি করায় এলাকার লোক হিসেবে আমি ছাড় দেই কিন্তু সে আমার কাছে চাঁদা দাবি করতে থামেনি।

 

 

 

 

এছাড়া আমার প্রতিষ্ঠানে একটি মেয়ে কর্মরত থাকে। তাকে সে নিয়মিত উত্যক্ত করে। আমি বাধা প্রদান করলে সে সিলেট বিডি নিউজ ২৪ হইতে আমাকে হেও প্রতিপন্ন করার লক্ষ্যে সংবাদ প্রকাশ করে। এতে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি।

 

 

 

 

যে নিউজ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। এর তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এসব সংবাদে আমার মান হানি করা হয়েছে এজন্য আমি তার বিরুদ্দে জুড়ী থানায় একটি অভিযোগ করি, প্রয়োজনে কোর্টে মান হানির মামলা করবো।

 

উল্লেখ্য বেলাগাঁও গ্রামের মৃত কাট মেস্তরি ধন মিয়ার ছেলে মনিরুল পূর্বে কিছুদিন আগে কুমিল্লা থেকে এসে বোলাগাঁও গ্রামে জরাজীর্ণ ঘরে বসবাস করে। সাংবাদিক পেশায় আসার পর থেকে চাঁদাবাজি মাধ্যমে আলাদিনের চেরাগ পেয়ে যায়। চাঁদাবাজি করে জুড়ী উপজেলা সম্মুখে ৬শতক জায়গা ৪০ লক্ষ টাকার ক্রয় করে।

 

 

 

সাবেক মন্ত্রি শাহাব উদ্দিন সাহেব এর নিকট থেকে ৭টি ডিপকল অসহায় মানুষের কথা বলে এনে মোটা অংকের টাকায় বিক্রি করে দেয়। এবং উপজেলা সহ বিভিন্ন অফিস এবং ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে। ইতিপূর্বে তাহার বিরুদ্ধে অসংখ্য ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

 

 

 

প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি তার সকল চাঁদাবাজি সহ মিথ্যে নিউজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ