১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টেকনাফে মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার, পাহাড় থেকে ৬ জিম্মি উদ্ধার

admin
প্রকাশিত ২১ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ২২:০৫:৩৯
টেকনাফে মানব পাচার চক্রের সদস্য গ্রেপ্তার, পাহাড় থেকে ৬ জিম্মি উদ্ধার

Manual2 Ad Code

কক্সবাজার, ২১ অক্টোবর: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মানব পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চক্রের হাতে আটক ছয় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুজন রোহিঙ্গা নাগরিক।

Manual2 Ad Code

আজ মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ে টেকনাফ-২ বিজিবির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

Manual7 Ad Code

আটক ব্যক্তির নাম মো. রুবেল (২০) — তিনি রাজারছড়া ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. হোছনের ছেলে।


উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয়

  • বাংলাদেশি নাগরিক:
    ১. রাসেল (১৭) – টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝেরপাড়া, পিতা: জিয়াবুল হোসেন
    ২. শাহরিয়াজ ইমন (১৯) – রামু খুনিয়াপালং, পিতা: মো. সুলতান
    ৩. মো. ফয়সাল (১৭) – উখিয়া জালিয়াপালং মনখালি ৯ নম্বর ওয়ার্ড, পিতা: রফিক
    ৪. মো. এহসান (১৬) – উখিয়া মনখালি, পিতা: মো. ইলিয়াস

  • রোহিঙ্গা নাগরিক:
    ১. নজিম উল্লাহ (১২) – উখিয়া বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, পিতা: হাসিম উল্লাহ
    ২. শহিদুল আমিন (১৫) – একই ক্যাম্প, পিতা: জাফর আলম


বিজিবির বক্তব্য

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন,

Manual3 Ad Code

“গোপন সংবাদের ভিত্তিতে রাজারছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় অস্ত্রধারী মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেছে।”

Manual5 Ad Code


ভিকটিমদের বর্ণনা

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তাদের রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে পাহাড়ে ডেকে নেওয়া হয়। পরে মালয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তিন দিন ধরে আটক করে রাখে পাচারকারীরা। পরে বিজিবির অভিযানে তারা মুক্তি পান।


সূত্র: টেকনাফ ২ বিজিবি, স্থানীয় প্রশাসন