১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৬৫ জন ভর্তি

admin
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২০:৫১:৪৯
ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৬৫ জন ভর্তি

Manual4 Ad Code

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২২৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৫৬ জন রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ৭১১ জন ঢাকায় এবং ১ হাজার ১৪৫ জন ঢাকার বাইরে।

Manual1 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৬ জনের।