ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৬৫ জন ভর্তি

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

ডেঙ্গুতে আরও এক কিশোরের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৬৫ জন ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৩ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২২৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৪১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৫৬ জন রোগী চিকিৎসাধীন, এর মধ্যে ৭১১ জন ঢাকায় এবং ১ হাজার ১৪৫ জন ঢাকার বাইরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। এ পর্যন্ত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৬ জনের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ