দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০১ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৯২ জনের, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯২৩ জনে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২৪১ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে।
এ ছাড়া ঢাকা দক্ষিণে ভর্তি হয়েছেন ১৭৫ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ২০৮, বরিশালে ১৫১, খুলনায় ৫৯, চট্টগ্রামে ১২৫, রাজশাহীতে ৪৫, ময়মনসিংহে ৭৫, রংপুরে ১৯ এবং সিলেটে ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে সর্বাধিক ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের এক মাসে সর্বোচ্চ। ওই মাসেই মারা যান ৮০ জন রোগী—এটিও এ বছরের সর্বোচ্চ মাসিক মৃত্যুর রেকর্ড।
এর আগে সেপ্টেম্বরে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ জন, মারা যান ৭৬ জন।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি নভেম্বর মাসের প্রথম চার দিনে ৪ হাজার ৬১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১৪ জন।
পূর্ববর্তী বছরের পরিসংখ্যান অনুযায়ী,
২০২৩ সালে দেশে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।
২০২৪ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।