১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার বেড়েছে ১৩ লাখের বেশি

admin
প্রকাশিত ০২ নভেম্বর, রবিবার, ২০২৫ ১৮:৩৩:২৮
তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ, নতুন ভোটার বেড়েছে ১৩ লাখের বেশি

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে ভোটার বেড়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

জ্যেষ্ঠ সচিব আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে, যা দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, “দাবি-আপত্তি শুধুমাত্র নতুন যুক্ত হওয়া ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কারণ আগের ধাপের ভোটারদের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।”

Manual6 Ad Code

এর আগে গত ৩১ আগস্ট দ্বিতীয় ধাপের ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন; এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন ছিলেন।

Manual4 Ad Code

নতুন তালিকা প্রকাশের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে আরেক ধাপ এগোল নির্বাচন কমিশন।

Manual5 Ad Code