থাইল্যান্ডের ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত ওয়াত রাট প্রাখং থাম বৌদ্ধ মন্দিরে দাহের ঠিক আগ মুহূর্তে এক ৬৫ বছর বয়সী নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় গণমাধ্যম ও অ্যাসোসিয়েটেড প্রেস এই তথ্য জানিয়েছে।
মন্দির কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, নারীর মৃত্যু ভেবে তাঁকে কফিনে রাখা হয়েছিল। কিন্তু দাহ শুরু হওয়ার আগেই কফিনের ভেতর থেকে মৃদু শব্দ শোনা যায়, যা মন্দিরের কর্মীদের চমকে তোলে।
মন্দিরের ব্যবস্থাপক পাইরাত সুধথুপ বলেন, “কফিনের দেয়ালে নারীটি হাত দিয়ে ক্ষীণ ঠকঠক শব্দ করছিলেন। সম্ভবত তিনি বেশ কিছুক্ষণ ধরে নক করছিলেন।”
নারীর ছোট ভাই জানান, স্থানীয় কর্মকর্তারা তাঁকে বোনের মৃত্যুর খবর দিয়েছিলেন। তবে মন্দির কর্তৃপক্ষ জানায়, ভাইয়ের কাছে কোনো মৃত্যুর সনদ ছিল না। সুতরাং, সনদের বিষয় নিয়ে কথা বলার সময় কফিন থেকে শব্দ শোনা যায়। কফিন খোলার পর নিশ্চিত হয়, নারীটি জীবিত।
মন্দিরের প্রধান ভিক্ষু সঙ্গে সঙ্গে নারীকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসকেরা জানান, তিনি গুরুতর হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন, অর্থাৎ রক্তে শর্করার মাত্রা অত্যধিক কমে গিয়েছিল। তবে শ্বাসযন্ত্র বা হৃদ্যন্ত্র বন্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, নারীটি গত দুই বছর ধরে শয্যাশায়ী, এবং গত শনিবার (২২ নভেম্বর) তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় পরিবার মনে করেছিলেন, তিনি মারা গেছেন। এরপর ফিৎসানুলোক প্রদেশ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাঁকে ব্যাংককে নিয়ে আসা হয়।
চিকিৎসাধীন নারী বর্তমানে হাসপাতালে আছেন।