দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

দর্শনা সীমান্তে স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) এবং খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)

চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে থামার সংকেত দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।

তল্লাশির সময় আব্দুল মমিনের কোমরে লুকানো আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা

বিজিবি জানায়, এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ