সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫
দৈনিক শ্যামল সিলেট’র বার্তা সম্পাদক আবুল মুহাম্মদ আজ সোমবার ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে চলে গেছেন। খোঁজ নিয়ে জানা যায়, মৃত্যুর আগে কিছুদিন যাবত সিলেটের সিনিয়র সাংবাদিক আবুল মোহাম্মদ’র শরীরের অবস্থা ভালো যাচ্ছিলোনা। সোমবার সকাল১১ টার দিকে তিনি মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করেন তাঁর পরিবারের এক সদস্য। এদিকে,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি(বিএমএসএস)’র নেতৃবৃন্দ সাংবাদিক আবুল মোহাম্মদ’র মৃত্যুতে শোক জানিয়েছেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, যুগ্ম-সম্পাদক কামরুল হাসান, বিভাগীয় কমিটির সভাপতি সুনির্মল সেন, সহ-সভাপতি মো: আব্দুল মোক্তাদির, সাধারণ সম্পাদক তুষার চৌধুরী এক যুক্ত বিবৃতিতে সাংবাদিক আবুল মোহাম্মদ’র অকালে মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক বিবৃতিতে বিএমএসএস এর নেতৃবৃন্দরা বলেন, আবুল মোহাম্মদ ছিলেন একজন স্বজ্জন ব্যক্তিত্ব ও সৎ নির্ভীক সাংবাদিক। আবুল মোহাম্মদের অকাল মৃত্যু কখনও পূরণ হওয়ার নয়। তিনি সব সময় সমাজের নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সামাজিক এক মানুষ আবুল মোহাম্মদকে হারালো তার পাড়া-প্রতিবেশী আর আমরা হারালাম এক পরোপকারী, অত্যন্ত প্রিয় কলমযোদ্ধাকে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD