পলাশবা‌ড়িীতে বর্নাঢ্য আ‌য়োজ‌নে পা‌লিত হ‌লো এম‌কে টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

পলাশবা‌ড়িীতে বর্নাঢ্য আ‌য়োজ‌নে পা‌লিত হ‌লো এম‌কে টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী

আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টারঃ “নয় পে‌রি‌য়ে দ‌শে পদার্পন,সবার সা‌থে এম‌কে টে‌লি‌ভিশন” এই শ্লোগান‌কে সাম‌নে রে‌খে গাইবান্ধার পলাশবা‌ড়িীতে বর্নাঢ‌্য আ‌য়োজ‌নে পা‌লিত হ‌লো এম‌কে টেলিভিশনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী।

২৮শে জানুয়ারী মঙ্গলবার দুপুর‌ে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে এমকে টে‌লি‌ভিশ‌নের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী মাসুদার রহমান মাসু‌দের উ‌দ্যো‌গে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়। পলাশবাড়ী ম‌ডেল প্রেসক্লা‌বের সভাপ‌তি র‌বিউল হো‌সেন পাতার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন,পলাশবা‌ড়ী উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদার।

বি‌শেষ অ‌তিথি হি‌সে‌বে ছিলেন, পলাশবা‌ড়ী আদর্শ ডিগ্রী ক‌লে‌জের অধ‌্যক্ষ গোলাম মোস্তফা,উপ‌জেলা জামায়া‌তে আ‌মির ও ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সি‌দ্দিক,উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা ন‌কিবুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ সামাদ মন্ডল,পলাশবাড়ী প্রেসক্লাব সাধারন সম্পাদক পাপুল মিয়া,পলাশবাড়ী রি‌পোটাস ইউ‌নি‌টির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম।

 

আ‌রো উপস্থিত ছিলেন,সংবাদকর্মী,কবি ও আবৃত্তি শিল্পী আমিরুল ইসলাম কবির, পলাশবা‌ড়ী খবর বাড়ী ২৪.কম এর সম্পাদক মুশ‌ফিকুর রহমান মিল্টন, সাংবা‌দিক ফেরদাউস মিয়া,এস আই হাবিব,ইমরাম সরকার, সাহারুল ইসলাম,সাগর আহ‌ম্মেদ, এ‌রিয়ান রা‌কিব প্রমুখ। এর আ‌গে স্বাগত বক্তব‌্য রা‌খেন,এম‌কে টে‌লি‌ভিশ‌নের পলাশবা‌ড়ী প্রতি‌নি‌ধি সাংবা‌দিক মাসুদার রহমান মাসুদ। অ‌তি‌থিবৃন্দরা এম‌কে টে‌লি‌ভিশ‌নের উত্ত‌রোত্তর উন্ন‌তি ও সাফলতা ‌কামনা ক‌রেন।।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ