১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ৫ মাসের শিশু রিফাতের মৃত্যুর অভিযোগ, কিন্তু জানেনা রিফাতের স্বজনরা !

admin
প্রকাশিত ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৩ ২২:৩৬:৫৩
পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ৫ মাসের শিশু রিফাতের মৃত্যুর অভিযোগ, কিন্তু জানেনা রিফাতের স্বজনরা !

Manual7 Ad Code

পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় ৫ মাসের শিশু রিফাতের মৃত্যুর অভিযোগ, কিন্তু জানেনা রিফাতের স্বজনরা !

নিজস্ব প্রতিবেদক::-  সিলেটের গোয়াইনঘাট উপজেলার নিজধর গ্রামের আনিছ মিয়ার ছেলে রিফাত (০৫) মাসের শিশু শারীরিক ভাবে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্য রিফাতের স্বজনরা নিকটস্থ গুরকচি বাজারের কয়েকটি পল্লী চিকিৎসকের নিকট চিকিৎসা নিলে তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হলে, একই বাজারের পল্লী চিকিৎসক মো: আকলাকুল আম্বিয়ার ফার্মেসী তে সন্ধ্যা ৭টার দিকে রিফাত কে নিয়ে গেলে তাকে প্রাথমিক পরিক্ষা করে পূর্বের দেওয়া ঔষধ দেখে,ঐ ঔষধের পাশাপাশি আরেকটি হজম ও বমির ভাব কমানোর জন্য নওনেহাল ইউনানী সিরাপ খাওয়ানোর কথা বলেন। গত ০৪-০৯-২৩ তারিখ সোমবার রাতে ঔষধ নিয়ে বাড়িতে যাওয়ার পর সব গুলো ঔষধ সেবন করার প্রায় ১ ঘন্টা পর রিফাতের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে রিফাতের পরিবারের সাথে কথা হলে রিফাতের পরিবারের স্বজনরা জানায়, রিফাত গত ১৫ দিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলো, এবং তার চিকিৎসা চলাকালীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।
রিফাতের বাবা আরও বলেন,ছেলের মৃত্যুতে কারো প্রতি কোন সন্দেহ নেই,প্রাকৃতিক ভাবেই ছেলের মৃত্যু হয়েছে এবং এব্যাপার আমার ও আমার পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোন মামলা মোকাদ্দমা করা হয়নি। আরও বলেন এ ঘটনাকে কেন্দ্র করে ঐ পল্লী চিকিৎসকের বিরুদ্ধে কিছু স্থায়ী লোকজন অপপ্রচার চালাচ্ছে। তারা তাদের ব্যক্তির স্বার্থ আদায় করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

 

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান,পল্লী চিকিৎসক আকলাকুল আম্বিয়া একাধিক প্রশিক্ষণ নিয়ে এলাকায় দীর্ঘ ২২ বৎসর যাবত সুনামের সহিত সেবা দিয়ে আসছেন। এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ তারা পান নি, কে বা কারা তাকে নিয়ে এমন বিরুপ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তাদের প্রতি তীব্র নিন্দা জানান।

Manual5 Ad Code

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল বলেন,গুরকচি গ্রামে রিফাত নামের ৫ মাসের শিশু ঠান্ডা জ্বর হওয়ার কারনে বিভিন্ন ফার্মেসী থেকে ঔষধ সেবন করান,ঔষধ সেবনের পর তার অবস্থার অবনতি দেখার পর তার পরিবার গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং এই ব্যাপার টি আমরা গুরুত্বসহকারে দেখছি, ও একটি ইউডি মামলা নিয়েছি, ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে রিপোর্ট হাতে আসার পর বিস্তারিত জানানো হবে।

Manual4 Ad Code