২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বকুলের দুই বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

admin
প্রকাশিত ০৩ জুন, মঙ্গলবার, ২০২৫ ২২:১৮:৩১
বকুলের দুই বাড়ি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

Manual7 Ad Code

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের চারতলা দুটি বাড়ি ক্রোক ও তাঁর ব্যাংকে থাকা ১০টি হিসাবের ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

Manual4 Ad Code

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

Manual6 Ad Code

দুদকের সহকারী পরিচালক মেহেদী মুসা জেবিন এই আবেদন করেন।

আবেদনে বলা হয়, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর এসব সম্পদ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর নামে অর্জিত সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা আবশ্যক।

Manual8 Ad Code