সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
বালুচর ৩৬ নং ওয়ার্ডের কয়েকটি বাড়িতে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বালুচর নতুন বাজারে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শাহপরান রহঃ থানাধীন ৩৬ নং ওয়ার্ড বালুচর এলাকায় আতংঙ্কের নাম সাইদুল ইসলাম বাহার উরফে টুকরিওয়ালার ছেলে বা কানকাটা সাইদুল।
২৪ অক্টোবর রোজ মঙ্গলবার বিকেল ৩ ঘটিকায় বালুচরস্ত সোনার বাংলা হতে শতাধিক নারীরা ঝাড়ু হাতে নিয়ে হিরন মাহমুদ নিপু ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদী মিছিল দিয়ে নতুন বাজার এসে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বালুচর ৩৬ নং ওয়ার্ড সোনার বাংলা এলাকার মনোয়ারা বেগম মানববন্ধনে বলেন, এলাকায় চুরি ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে এই সাইদুল ও তার সহযোগীরা,হিরন মাহমুদ নিপু হচ্ছে এই সাইদুলের মদদদাতা, সাইদুলের নেতৃত্বে এলাকায় কিশোর গ্যাংদের গ্রুপিং মারামারি সহ স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ইভটিজিং এর শিকার হতে হয়।
১১ অক্টোবর ২৩ ইং তারিখে মাননীয় মেট্রোপলিটন ২য় আদালতে হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করায় নিপু ও তার সন্ত্রাসী বাহিনী বারবার হুমকি দামকি দিয়ে যাচ্ছে, বাড়িতে হামলা করে যাচ্ছে। গত ১৫ অক্টোবর বালুচর ২নং মসজিদ পশ্চিমে বাবুলের দোকানের পাশে, সাইদুল ইসলাম বাহার,ও তার সহযোগী আনাছ, মামুন, হেলালগন, শাহী ঈদগাহ নিবাসী মাহিন আহমেদ ও ফাহাদ হোসাইনের উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে, নগদ ৩৭ হাজার টাকা এবং ৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এব্যাপারে শাহী ঈদগাহ নিবাসী আহত মাহিনের বাবা শাহপরান রহঃ থানায় একটি মামলা দায়ের করেন।
অদ্য ২৩ অক্টোবর রোজ সোমবার আনুমানিক ০৯ ঘটিকায় বালুচর সোনার বাংলা এলাকায় সাইদুল ইসলাম বাহার উরফে কান কাটা সাইদুলের নেতৃত্বে
রনি মিয়া , পিতা বাচ্চু মিয়া,
রিদয় মিয়া, পিতা শামসুল আলম।
শরীফ, পিতা মৃত শহিদ মিয়া।
লিটন মিয়া, পিতা জমির মিয়া।
জাবেদ, পিতা হানিফ মিয়া।
আদনান মিয়া, পিতা বাচ্চু মিয়া অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র রামদা কিরিছ নিয়ে সোনার বাংলা রোকসানা পারভীন বেগমের বাসায় হামলা করে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পরবর্তীতে রোকসানা পারভীন নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, একই দিনে ভোর ৫ ঘটিকায় সোনার বাংলা সুরুজ বেগমের বসত ঘরে ঢুকে তাহার স্বামীকে মারধর করে ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রাণনাশের হুমকি দিয়ে যাওয়ার পর
সুরজ বেগম বাদী হয়ে নিকটস্থ থানায় বখাটেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনার বাংলা এলাকার রোকসানা পারভীন জানান, হিরন মাহমুদ নিপুর অত্যাচার ধৈর্য সীমা ছাড়িয়ে গেছে, হিরন মাহমুদ নিপুর ছেলেদের কিছু বলা যায়না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস কেউ করেনা, প্রতিবাদ করলেই গায়েবি মামলায় আসামী হতে হয় ও হামলার শিকার হতে হয়। ৩৬ নং ওয়ার্ড বাসী প্রধানমন্ত্রী বরাবর ও সিলেট প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে
সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়ে, প্রতিবাদী মিছিলের মাধ্যমে মানববন্ধন কর্মসূচি সমাপ্তি করে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD