১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশেষ দিনে উজ্জ্বল ত্বক পেতে এখন থেকেই শুরু করুন ‘স্কিন ডায়েট’

admin
প্রকাশিত ১৬ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:০২:৪৩
বিশেষ দিনে উজ্জ্বল ত্বক পেতে এখন থেকেই শুরু করুন ‘স্কিন ডায়েট’

Manual8 Ad Code

হেমন্তের শুরুতেই ত্বকের যত্নে প্রয়োজন ভেতর থেকে পুষ্টি

Manual6 Ad Code

হেমন্তের হাওয়া বইতে শুরু করেছে। সামনে বিয়ের মৌসুম, তারপর বড়দিন ও বছর বিদায়ী অনুষ্ঠান। ফলে বছরের শেষ সময়টা কাটবে উৎসবের আমেজে। এ সময় ঘরবাড়ি সাজানো, নতুন পোশাক কেনা, সুস্বাদু খাবার তৈরি—সবই হয় আড়ম্বরের সঙ্গে। কিন্তু এই সব আয়োজনের ভিড়ে ত্বকের যত্নের প্রস্তুতি কতজনই বা ঠিকভাবে নেন?

বিশেষ দিনের আগে একদিনের ফেয়ার পলিশ বা ফেশিয়াল করলেই ত্বক উজ্জ্বল হয় না। ত্বকের স্বাভাবিক জেল্লা পেতে হলে সেটিকে ভেতর থেকে পুষ্টি দিতে হবে। এজন্যই সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে ‘স্কিন ডায়েট’—একটি খাদ্যাভ্যাস, যা ত্বককে ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখে।

কী এই স্কিন ডায়েট?

স্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও কিছু খাবার এড়িয়ে চলা হয়। এর লক্ষ্য ত্বককে ভেতর থেকে পুষ্ট করা, ব্রণ ও দাগছোপ কমানো এবং অকাল বার্ধক্য প্রতিরোধ করা। এই ডায়েটে থাকে তাজা ফল, সবজি ও স্বাস্থ্যকর চর্বি; আর কম থাকে অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার।

বিশেষজ্ঞদের মতে, ত্বক ভালো রাখতে কেবল বাহ্যিক যত্নই নয়, প্রতিদিনের খাবারেও থাকতে হবে সঠিক উপাদান। একদিন ভালো খেয়ে তিন মাস অবহেলা করলে কোনো সুফল পাওয়া যায় না। নিয়মিত খাদ্যাভ্যাসে নিচের কিছু খাবার রাখলেই ত্বক ফিরে পেতে পারে প্রাকৃতিক উজ্জ্বলতা।

Manual5 Ad Code


🌿 জাফরান ভেজানো পানি

দ্রুত ত্বকে জেল্লা ফেরাতে জাফরান ভেজানো পানি উপকারী। দুই–তিনটি জাফরান এক কাপ কুসুম গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে সকালে খালি পেটে পান করুন। এতে থাকা প্রদাহবিরোধী উপাদান ত্বককে প্রশান্ত ও উজ্জ্বল রাখে, রক্তসঞ্চালন বাড়ায় এবং শরীরে শক্তি জোগায়।

🍋 আমলকীর শট

আমলকী ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে ত্বককে সতেজ রাখে। প্রতিদিন দুটি আমলকী রস করে কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে পান করলে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ে।

Manual7 Ad Code

🥜 বাদাম

বাদামকে বলা হয় ‘সুপার ফুড’। এতে থাকা ভালো চর্বি ও ফ্যাটি অ্যাসিড ত্বকের আর্দ্রতা বজায় রাখে। প্রতিদিন এক মুঠো বাদাম খেলে ত্বক থাকে নরম ও টানটান।

Manual1 Ad Code

🍊 সাইট্রাস ফল

লেবু, কমলা, মাল্টার মতো টকজাতীয় ফল ত্বকের জন্য দারুণ উপকারী। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দূষণে সৃষ্ট ত্বকের ক্ষতি সারায় ও ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখে। সকালে কুসুম গরম পানিতে লেবুর রস ও এক চা-চামচ মধু মিশিয়ে পান করলে ত্বক উজ্জ্বল হয়, শরীরও সতেজ থাকে।


স্কিন ডায়েট মানে শুধুই সৌন্দর্য নয়—এটি এক ধরনের স্বাস্থ্যকর জীবনযাপন। নিয়মিত পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি পান করলে ত্বক হয়ে ওঠে স্বাভাবিকভাবে উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত।

📚 সূত্র: এনডিটিভি ফুডস