বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীশান্ত রায়-এর বিরুদ্ধে মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেই মামলাটি দায়ের করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) গভীর রাতে বুয়েট প্রশাসন বাদী হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানায় মামলা করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক।
আজ বুধবার সকালে এসআই আব্দুর রাজ্জাক বলেন, “এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করেছে। আটক শিক্ষার্থীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”
এর আগে মঙ্গলবার রাতে বুয়েটের একই ব্যাচের (২১তম) শিক্ষার্থী শ্রীশান্ত রায়-এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাতভর বুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতেই শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে এবং মামলা করার সিদ্ধান্ত নেয়।
ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।