১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারতের মন্দিরে পদদলনে ১০ জনের মৃত্যু, নিহতদের অধিকাংশ নারী ও শিশু

admin
প্রকাশিত ০১ নভেম্বর, শনিবার, ২০২৫ ১৫:৪২:৩২
ভারতের মন্দিরে পদদলনে ১০ জনের মৃত্যু, নিহতদের অধিকাংশ নারী ও শিশু

Manual6 Ad Code

ভারতের অন্ধ্রপ্রদেশে এক মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাসিবুগগা ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর প্রতিবেদন অনুযায়ী, একাদশী উপলক্ষে মন্দিরে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছিলেন। সকাল থেকেই তীর্থযাত্রীদের ভিড় বাড়তে থাকে। ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হুড়োহুড়ির মধ্যে পদদলনের ঘটনা ঘটে।

কাসিবুগগা সাব-ডিভিশনের ইনচার্জ ডিএসপি লক্ষ্মণ রাও জানান, একসঙ্গে অনেক ভক্ত মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে ভিড়ের চাপে পড়ে অনেকেই মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে আহত হন।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শতাধিক নারী পূজার থালা হাতে সিঁড়ি দিয়ে নামার সময় একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন, পরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পদদলনের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি এক বিবৃতিতে বলেন,

Manual8 Ad Code

“শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলিত হওয়ার ঘটনাটি হৃদয়বিদারক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।”

এছাড়া মন্ত্রী নারা লোকেশ ঘটনাটিকে “গভীরভাবে বেদনাদায়ক” বলে মন্তব্য করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Manual8 Ad Code