১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভুয়া সাংবাদিক শুভ মন্ডল থেকে সাবধান

admin
প্রকাশিত ১৭ মে, শুক্রবার, ২০২৪ ২০:৪৮:৩০
ভুয়া সাংবাদিক শুভ মন্ডল থেকে সাবধান

Manual6 Ad Code

ভুয়া সাংবাদিক শুভ মন্ডল থেকে সাবধান

 

নিজস্ব প্রতিবেদক ::  মানিকগঞ্জের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিশেষ সুবিধা গ্রহণ, চাঁদাবাজি, নারী পাচার ও ব্লামেইলিংয়ের মত অভিযোগ উঠেছে শুভ মন্ডল নামে এক ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে।

Manual8 Ad Code

নিজেকে চমক নিউজ এর শিবালয় প্রতিনিধি পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি এই অপকর্ম করে আসছেন বলে অভিযোগ রয়েছে। চমক নিউজ এর কাছে শুভ মন্ডলের বিভিন্ন অপকর্মের অভিযোগ আসলে খোঁজ নিয়ে যায় শিবালয় প্রতিনিধি হবার আশায় তিনি চমক নিউজ এর প্রধানকার্যালয়ে আছেন ২০২২ সালে।

 

Manual6 Ad Code

কিন্তু তার নিজের পরিবর্তে বড় ভাই সুনিল মন্ডলের ডিপ্লোমার সার্টিফিকেট জমা দেন। বিষয়টি বুঝতে পরে শুভ মন্ডলের সঙ্গে চমক নিউজ এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিভিন্ন কৌশলে তিনি এড়িয়ে যান এবং ভয়ে চমক নিউজের সঙ্গে আর কোন প্রকারের যোগাযোগ করেন নি।

চমক নিউজ এর পক্ষ থেকে শুভ মন্ডকে কোন প্রকারের নিয়োগপত্র বা স্বীকৃত দেওয়া হয় নি। এর পরে ২০২২ সালে চমক নিউজ এর একটি ভুয়া আইডি কার্ড তৈরি করে শুভ মন্ডল শিবালয় থানায় বিভিন্ন স্থানে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে।

 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন এর বিভিন্ন অনুষ্ঠানেও শুভ মন্ডল চমক নিউজ এর কার্ড প্রদর্শন করে সাংবাদিকদের জন্য সংগৃহীত আসনে বসার প্রমান পাওয়া গেছে। শুধু এখানেই থামেন নি এই ভুয়া সাংবাদিক। ঢাকায় এসেও ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশের র্শীর্ষ সিআইপি দের বিশেষ অনুষ্ঠানে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চমক নিউজ এর কার্ড প্রদর্শণ করে প্রবেশ করেন।

চমক নিউজ এর কার্ড প্রদর্শনরত ভুয়া সাংবাদিক শুভ মন্ডল।

Manual7 Ad Code

উচ্চমাধ্যমিক ফেল শুভ মন্ডলের বিরুদ্ধে মানব পাচারের মত গুরুত্বর অভিযোগ ও রয়েছে। নিজের ছোট ভাই সুজিত মন্ডলকে কোন প্রকারের পাসর্পোট ছাড়া ভারতে কিভাবে পাচার করেছেন তা নিয়ে এলাকায় বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। এছাড়া মডেলিং ও ইউটিউবে অভিনয় করিয়ে দেবার নাম করে একাধিক নারী সঙ্গে সখ্যতা গড়ে তাদের বিভিন্ন আপত্তিকর ছবি ধারণের ও অভিযোগ রয়েছে শুভ মন্ডল এর বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, উত্তরা ও মিরপুরের জান্নাত, জেনিষা ও পারিষার নামে নারীদের সঙ্গে শুভর ঘনিষ্ঠতা ছিলো। তাদের মডেল ও অভিনেত্রী বানানোর প্রলোভন দিয়ে কৌশলে তাদের ভারতে পাচার করেছেন এই শুভ মন্ডল। এই অভিযোগের সত্যতা যাচাইয়ে চেষ্টা করা হলে পারিষার একটি ফেসবুক আইডি পাওয়া যায়।

 

যেখানে পারিষা ও তার মা মনিকাকে ভারতে বিভিন্ন স্থানে অবস্থানরত ছবিতে দেখা যায়। তারা ভারতে কিভাবে গেলেন ম্যাসেঞ্জরে অডিও কলে জানতে চাইলে পারিষা জানান, শুভ মন্ডলের সহযোগীতায় কোন প্রকারের পাসপোর্ট ছাড়া সে ও তার মা ভারত পৌঁচ্ছেছেন। কিন্তু শুভ মন্ডল যা বলে তাদের ভারত পাঠিয়েছিলো তার সঙ্গে বর্তমান কাজের কোন মিল নেই। এর পরেই পারিষা ফোন কেটে দেন।

শুভ মন্ডলের বিষয়ে দ্রুতই চমক নিউজ এর পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের সিধান্ত নেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এদিকে চমক নিউজের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম ও কর্মস্থান চমক নিউজ পোর্টালের চমক পরিবার ক্যাটাগরিতে প্রকাশিত আছে।