১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ভেনেজুয়েলায় মার্কিন নিয়ন্ত্রণের চেষ্টা হলে ভিয়েতনাম–ইরাকের মতো প্রতিরোধ হতে পারে: মার্কিন অধ্যাপক

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ২১:১২:৫০
ভেনেজুয়েলায় মার্কিন নিয়ন্ত্রণের চেষ্টা হলে ভিয়েতনাম–ইরাকের মতো প্রতিরোধ হতে পারে: মার্কিন অধ্যাপক

Manual3 Ad Code

ওয়াশিংটন/কারাকাস, ৪ জানুয়ারি:
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করলে তা ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের মতো ভয়াবহ প্রতিরোধের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের লাতিন আমেরিকান স্টাডিজের অধ্যাপক ডেনিয়েল শ’। তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ কখনোই বিদেশি শাসন মেনে নেবে না।

Manual1 Ad Code

রোববার (৪ জানুয়ারি) রাশিয়া টুডে (আরটি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনিয়েল শ’ বলেন, যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের পর দেশটিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগ তীব্র প্রতিরোধের জন্ম দেবে। তাঁর ভাষায়, “এটি ভিয়েতনাম বা ইরাকের মতো একধরনের প্রতিরোধ আন্দোলনে রূপ নিতে পারে।”

Manual7 Ad Code

ডেনিয়েল শ’ বলেন, প্রেসিডেন্ট মাদুরোর সাম্রাজ্যবাদবিরোধী নেতৃত্বের পাশাপাশি ভেনেজুয়েলার রাজনীতি প্রায় তিন দশক ধরে ‘চাভিসমো’ আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের সমাজতান্ত্রিক নীতির ফলে দেশটির জনগণ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সংগঠিত ও সচেতন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। “ভেনেজুয়েলার মানুষ কখনোই যুক্তরাষ্ট্রকে তাদের দেশ দখল করতে দেবে না,” বলেন ডেনিয়েল শ’।

Manual6 Ad Code

মার্কিন এই অধ্যাপক আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলায় কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে, তবে পরিস্থিতি ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর মতো হয়ে উঠতে পারে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ভেনেজুয়েলায় বিক্ষোভ, গণআন্দোলনের পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে গেরিলা প্রতিরোধের ছোট ছোট কেন্দ্র গড়ে উঠতে পারে।

তিনি বলেন, রাশিয়া বা কয়েকটি আঞ্চলিক শক্তির সংহতি কিংবা আন্তর্জাতিক মহলের নিন্দা এককভাবে পরিস্থিতি বদলে দিতে পারবে না।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের পর সাময়িকভাবে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র ‘পরিচালনা’ করবে। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস।

উল্লেখ্য, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ দীর্ঘস্থায়ী বিদেশি হস্তক্ষেপের ভয়াবহ পরিণতির উদাহরণ হিসেবে ইতিহাসে পরিচিত। এসব যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হাজার হাজার সেনা হারাতে হয়েছে, বিপুল অর্থ ব্যয় হয়েছে এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়নি।

Manual5 Ad Code