১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চান, স্ত্রী উষা খ্রিষ্টধর্মে অনুপ্রাণিত হোক

admin
প্রকাশিত ৩০ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ২২:১০:৪৭
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চান, স্ত্রী উষা খ্রিষ্টধর্মে অনুপ্রাণিত হোক

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনি চান একদিন তাঁর হিন্দু পরিবারে বেড়ে ওঠা স্ত্রী উষা ভ্যান্স খ্রিষ্টধর্মে অনুপ্রাণিত হয়ে ধর্মান্তরিত হবেন। এই মন্তব্য তিনি বুধবার (২৯ অক্টোবর) মিসিসিপিতে টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত এক অনুষ্ঠানে করেন।

ভ্যান্স বলেন, “বেশির ভাগ রোববারই উষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি চাই, একদিন সে গির্জায় আমার মতো খ্রিষ্টের বাণীতে অনুপ্রাণিত হোক। কারণ আমি খ্রিষ্টীয় সুসমাচারে বিশ্বাস করি এবং চাই, একদিন আমার স্ত্রীও সেই বিশ্বাস উপলব্ধি করুক।”

Manual1 Ad Code

তবে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, তাঁর স্ত্রীর ধর্ম তাঁর সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি করে না। ভ্যান্স বলেন, “যদি সে খ্রিষ্টধর্মে না আসে, তাতেও সমস্যা নেই। ঈশ্বর সবাইকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এই বিষয়গুলো পরিবার ও ভালোবাসার মানুষদের সঙ্গে মেলামেশার মধ্য দিয়েই সমাধান করা যায়।”

Manual7 Ad Code

জেডি ভ্যান্স ২০১৯ সালে খ্রিষ্টধর্মে (ক্যাথলিক) ধর্মান্তরিত হন। তিনি জানান, স্ত্রী উষার সঙ্গে পরিচয়ের সময় তিনি নাস্তিক বা সংশয়বাদী ছিলেন। বর্তমানে তাঁদের সন্তানরা খ্রিষ্টীয় শিক্ষায় বড় হচ্ছে এবং একটি খ্রিষ্টান স্কুলে পড়ছে।

ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছিন্নতা বিষয়ে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, “খ্রিষ্টীয় মূল্যবোধই আমেরিকার ভিত্তি। কেউ যদি বলে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ নিরপেক্ষ, তবে বুঝতে হবে তারা কিছু বিক্রি করতে এসেছে। আমি অন্তত সৎভাবে বলি—খ্রিষ্টীয় ভিত্তি এই দেশের জন্য কল্যাণকর।”

Manual1 Ad Code

ভ্যান্সের এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীদের, বিশেষ করে এইচ-১বি ভিসাধারীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব বেড়েছে। সম্প্রতি দীপাবলি উপলক্ষে মার্কিন রাজনীতিক তুলসি গ্যাবার্ড ও এফবিআই পরিচালক কাশ প্যাটেল শুভেচ্ছা জানালে সামাজিক মাধ্যমে কিছু ব্যবহারকারী তাদের উদ্দেশে ‘ইন্ডিয়ায় চলে যাও’ বা ‘যিশুর পথে ফিরে এসো’ ধরনের মন্তব্য করেছেন।

ধর্ম, পরিবার ও ব্যক্তিগত বিশ্বাসের সমন্বয়ে ভ্যান্সের দৃষ্টিভঙ্গি রক্ষণশীল শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

Manual7 Ad Code