১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মিরপুরে রাসায়নিক গুদামে আগুন: ২৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে নয়, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি

admin
প্রকাশিত ১৫ অক্টোবর, বুধবার, ২০২৫ ১১:৩৭:৪০
মিরপুরে রাসায়নিক গুদামে আগুন: ২৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে নয়, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি

Manual1 Ad Code

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে আলম ট্রেডার্স নামের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগার ২৩ ঘণ্টা পার হলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গুদামটি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

Manual3 Ad Code

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই রাসায়নিক গুদাম ও পাশে থাকা একটি পোশাক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনলেও রাসায়নিকের গুদামের আগুন এখনো জ্বলছে।

Manual5 Ad Code

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। দগ্ধ আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বুধবার সকালে ঘটনাস্থলে দেখা যায়, গুদাম থেকে ধোঁয়া উঠছে এবং নিখোঁজ স্বজনদের খোঁজে বহু মানুষ আহাজারি করছেন। দীর্ঘ সময় ধরে কাজ করায় ফায়ার সার্ভিসের অনেক সদস্যকে ক্লান্ত অবস্থায় বিশ্রাম নিতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, “গুদামে থাকা দাহ্য রাসায়নিক পদার্থ পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত ধোঁয়া উঠবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।”

Manual7 Ad Code