১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মোস্তাফিজকে দলে নেওয়ায় বিতর্ক তুঙ্গে, শাহরুখ খানের ক্ষমা চাওয়ার দাবি ইমাম ইলিয়াসির

admin
প্রকাশিত ০৩ জানুয়ারি, শনিবার, ২০২৬ ১৪:৪৭:১৩
মোস্তাফিজকে দলে নেওয়ায় বিতর্ক তুঙ্গে, শাহরুখ খানের ক্ষমা চাওয়ার দাবি ইমাম ইলিয়াসির

Manual4 Ad Code

কলকাতা/নয়াদিল্লি:
আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়াকে কেন্দ্র করে ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শিবসেনার পর এবার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি। তিনি কেকেআরের মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানের কাছে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

নিলামে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর ৯ দশমিক ২০ কোটি রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয়। তবে নিলামের পর থেকেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে মোস্তাফিজকে দলে রাখা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে আপত্তির ঝড় ওঠে।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমাম উমর আহমেদ ইলিয়াসি বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের খবর কি শাহরুখ খানের জানা নেই? তা সত্ত্বেও বাংলাদেশি খেলোয়াড় কেনা অত্যন্ত দুঃখজনক। শাহরুখের উচিত এই ঘটনার নিন্দা জানানো এবং অবিলম্বে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া।’

Manual2 Ad Code

একই ধরনের প্রতিক্রিয়া এসেছে মহারাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন থেকেও। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম শাহরুখ খানকে সতর্ক করে বলেন, দেশের মানুষের ক্ষোভের লক্ষ্যবস্তু হওয়ার আগেই যেন কেকেআর থেকে বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দেওয়া হয়।
শিবসেনা (ইউবিটি) মুখপাত্র আনন্দ দুবে বলেন, ‘বাংলাদেশি খেলোয়াড়দের ভারতের মাটিতে আইপিএল খেলতে দেওয়া উচিত নয়। শাহরুখ খান যদি এই দাবি না মানেন, তাহলে প্রমাণ হবে তিনি দেশবাসীর আবেগ বোঝেন না।’

Manual1 Ad Code

এদিকে এই বিতর্কের মধ্যেই মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code