১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় এএমডির সঙ্গে সুপার কম্পিউটার নির্মাণে অংশীদার

admin
প্রকাশিত ২৮ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ১৮:৩১:১৩
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় এএমডির সঙ্গে সুপার কম্পিউটার নির্মাণে অংশীদার

Manual6 Ad Code

পারমাণবিক শক্তি, ক্যানসার চিকিৎসা ও জাতীয় নিরাপত্তায় ব্যবহৃত হবে নতুন সিস্টেম

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় (DOE) এএমডির (অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস) সঙ্গে এক বিলিয়ন ডলারের অংশীদারিত্বে দুটি সুপার কম্পিউটার নির্মাণ করছে। এই কম্পিউটারগুলো ব্যবহার হবে পারমাণবিক শক্তি, ক্যানসার চিকিৎসা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল বৈজ্ঞানিক গবেষণায়।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং এএমডির সিইও লিসা সু বিষয়টি নিশ্চিত করেছেন। রাইট বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো এমন পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার তৈরি করা, যা ক্রমবর্ধমান জটিল বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় সহায়ক হবে।

Manual1 Ad Code

রাইটের ভাষ্য, “এই সিস্টেমগুলো পারমাণবিক শক্তি ও ফিউশন এনার্জি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং নতুন ওষুধ উদ্ভাবনে অভূতপূর্ব গতি আনবে।” তিনি উল্লেখ করেন, বিজ্ঞানীরা সূর্যের জ্বালানি উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ ফিউশন বিক্রিয়া পৃথিবীতে পুনরুৎপাদনের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, “আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, কিন্তু প্লাজমা অত্যন্ত অস্থিতিশীল। আমাদের সূর্যের কেন্দ্রের মতো পরিবেশ পৃথিবীতে তৈরি করতে হবে। এই এআই-চালিত সুপার কম্পিউটারগুলো আমাদের অগ্রগতি অনেক দ্রুত করবে। আগামী দুই-তিন বছরের মধ্যে ফিউশন শক্তি ব্যবহারযোগ্য করে তোলার বাস্তব পথ আমরা খুঁজে পাব।”

Manual3 Ad Code

রাইট জানান, নতুন সুপার কম্পিউটারগুলো পারমাণবিক অস্ত্রভান্ডার ব্যবস্থাপনায় সহায়তা করবে এবং ক্যানসার চিকিৎসায় নতুন ওষুধ উদ্ভাবনের গতি বাড়াবে। তিনি আশা প্রকাশ করেন, “আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে আমরা এমন একপর্যায়ে পৌঁছাব, যেখানে আজ যেসব ক্যানসার মৃত্যুদণ্ডের সমান মনে করা হয়, সেগুলোর অনেকগুলো নিয়ন্ত্রণযোগ্য দীর্ঘস্থায়ী রোগে পরিণত হবে।”