১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

admin
প্রকাশিত ২৮ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২৩:০৩:০১
যুক্তরাষ্ট্র থেকে ৫৬ হাজার ৮৯০ টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

Manual5 Ad Code

ঢাকা: যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা আরও ৫৬ হাজার ৮৯০ টন গম বহনকারী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। আজ রোববার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তির মাধ্যমে এই গম আমদানি করা হয়েছে। জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

খাদ্য মন্ত্রণালয় জানায়, এ উদ্যোগের অংশ হিসেবে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছে। এর মধ্যে ৩৪ হাজার ১৩৪ টন গম চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

এদিকে জাহাজে সংরক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়। নমুনা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি জি-টু-জি চুক্তির আওতায় ইতোমধ্যে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে