১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শীগ্রই আসছে মানিক চানের কথা ও সুরে “দূর বিদেশী বন্ধু”

admin
প্রকাশিত ৩০ মে, বৃহস্পতিবার, ২০২৪ ১৪:৩০:৪২
শীগ্রই আসছে মানিক চানের কথা ও সুরে “দূর বিদেশী বন্ধু”

Manual6 Ad Code

শীগ্রই আসছে মানিক চানের কথা ও সুরে “দূর বিদেশী বন্ধু”

 

Manual5 Ad Code

শাহীন আলম সিলেট থেকে :: দূর বিদেশি বন্ধু শিরোনামে, লন্ডন প্রবাসী জনপ্রিয় গীতিকার ও সুরকার লেখক মানিক চানের কথা ও সুরে নতুন গান নিয়ে আসছেন হালের উদীয়মান জনপ্রিয় কন্ঠ শিল্পী বৃষ্টি দোলা।

Manual3 Ad Code

৩১ই মে ২০২৪, শুক্রবার বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক নাহিদুল হকের পরিচালনায় এই গানটির মিউজিক ভিডিও রিলিজ হতে যাচ্ছে Manik Chan ইউটিউব চ্যানেলে। লেখক মানিক চাঁনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাহিদুল হক ও রুহুল আমিন জীবন।

 

Manual8 Ad Code

এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সূর্য রাজ ও লাবন্য জেবিন। ৩১ই মে ২০২৪, শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টা বাজে গানটি Manik Chan ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানা গেছে। গান প্রসঙ্গে কন্ঠশিল্পী বৃষ্টি দোলা বলেন, চমৎকার কথামালা ও সুরে সম্পূর্ন গানটি নির্মিত হয়েছে।

 

Manual3 Ad Code

সেই সাথে উভয় গানের গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী মানিক চাঁনকে অসাধারন এই গানটি রচনা করার জন্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি। আশাকরছি, গান ও ভিডিও সবার কাছে ভাল লাগবে। পরিচালক নাহিদুল হক বলেন, কথার সঙ্গে মিল রেখে মনোরম পরিবেশে গানটির ভিডিও নির্মান করা হয়েছে। আশাকরছি সব শ্রেনীর মানুষ গানটি পছন্দ করবেন।গানটি প্রসঙ্গে গীতিকার ও সুরকার মানিক চাঁন বলেন ইতিমধ্যে আমার লেখা গান বাংলাদেশের অনেক সুনামধন্য শিল্পী মনির খান ও তসিবা,লায়লা গেয়েছেন এবার বৃষ্টি দোলা গেয়েছেন আশা করি দর্শকদের ভালো লাগবে আমি সবসময়ই দর্শকদের কথা চিন্তা করেই গান লেখি।গত সপ্তাহে আমার লেখা গান জনপ্রিয় কন্ঠ শিল্পী লায়লা গেয়েছেন প্রেম করিবো সুজন চিনে, মানিক চাঁন ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে। দর্শকদের অনেক সারা পেয়েছি ইনশাআল্লাহ এইগানটাও দর্শকদের ভালো লাগবে।।