২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সীমান্তে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী আব্দুল্লার খুটির জোর কোথায় ?

admin
প্রকাশিত ৩১ মার্চ, শুক্রবার, ২০২৩ ১৪:৫৪:৪১

Manual2 Ad Code

সীমান্তে অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী আব্দুল্লার খুটির জোর কোথায় ?

 

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ- সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসছে নিরাপদে চিনি,বিড়ি, মদ, ইয়াবা, ফেন্সিডিল সহ নেশা জাতীয় দ্রব্য আর বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে দেশীয় গোল্ড সহ ইত্যাদি পণ্য সামগ্রী।

Manual2 Ad Code

 

এসবের নিয়ন্ত্রণ করছেন রাধানগর এলাকার মোঃ আব্দুল্লা , রাতের আঁধারে ভারতীয় নিষিদ্ধ পণ্য নিজ বাড়িতে গুডাউন ঘরে স্টক করেন দিনের বেলায় সিএনজি ডি আই পিক আপ গাড়ি দিয়ে সিলেট সহ ও বিভিন্ন স্থানে পৌঁছে দেন। আব্দুল্লাহর দাপটের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না কোন কিছুর তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের চুরাই চালান নিয়ন্ত্রণ করেন আব্দুল্লা।

 

Manual3 Ad Code

গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা গুলো হচ্ছে পান্তুমাই, বাবুর কোনা, হাজিপুর, লামা পুঞ্জি, নস্কিয়া পুঞ্জি, মন্দিরের ঘাট, পুরাতন সংগ্রাম পুঞ্জি, লন্ডন বাজার, কাটারির খাল, মগলিন এইসব এলাকা দিয়ে বানের মতো আসছে ভারতীয় চিনি,বিড়ি, কসমেটিক্স, শাড়ি লুঙ্গি, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্য । নীরব ভূমিকায় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি লাইন ম্যানেজ করে ব্যবসা করছি, সন্ধ্যার পর হতে জাফলং চা বাগান দিয়ে নিরবে এসব পাচার করা হয়। রাধানগর বাজার হয়ে জাফলং চা বাগান হয়ে মগলিন ও কাটারির খাল এলাকায় প্রাইভেট কার সিএনজি লেগুনা পিকআপ লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। ‌

Manual2 Ad Code

 

এ বিষয়ে জানতে আব্দুল্লার মোঠুফোনে ফোন দিলে আব্দুল্লা জানান আমি এইসব ব্যবসা করছি তাতে আপনাদের সমস্যা কি, আপনারা যা করার করতে থাকেন এতে আমার কোন সমস্যা নাই, আমরা প্রশাসনকে ম্যানেজ করে এসব ব্যবসা করতেছি ।

 

গোয়ানঘাট থানা পুলিশ ইন চার্জ কে এম নজরুল ইসলাম জানান বিষয়টি আমার জানা নেই তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।