১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুদানে ড্রোন হামলায় আহত বাংলাদেশি শান্তিরক্ষী চুমকি আক্তার

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১২:০৫:৩৬
সুদানে ড্রোন হামলায় আহত বাংলাদেশি শান্তিরক্ষী চুমকি আক্তার

Manual6 Ad Code

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় আহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী চুমকি আক্তার। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পেঁচারকান্দা এলাকার বাসিন্দা।

Manual8 Ad Code

চুমকির স্বামী, সেনাবাহিনীর সদস্য মো. ইকরামুল হোসেন রোববার বিকেলে জানান, চলতি বছরের ৭ নভেম্বর চুমকি আক্তার শান্তিরক্ষা মিশনে সুদানে যান। শনিবার হামলায় ছোড়া গ্রেনেডের স্প্লিন্টার তাঁর ডান হাত ও ডান পায়ে আঘাত করে। পরে তাঁকে হেলিকপ্টারে করে প্রায় ৭০০ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

Manual6 Ad Code

ইকরামুল হোসেন আরও জানান, চুমকির দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে, নাম ইব্রাহিম আরাবী। মিশনে যাওয়ার সময় শিশুটিকে তিনি শাশুড়ির কাছে রেখে যান। চুমকি আক্তার পেঁচারকান্দা এলাকার আব্দুল হামিদ ও জহুরা বেগমের মেয়ে।

চুমকির মা জহুরা বেগম বলেন, “আমার চার মেয়ের মধ্যে চুমকি সবার ছোট। তার ছেলেটাকে আমার কাছে রেখে গেছে। শুনেছি ওর ডান হাত আর পায়ে আঘাত লেগেছে। এখন ওই দেশের হাসপাতালে ভর্তি আছে।”

Manual6 Ad Code

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, হামলায় ছয়জন বাংলাদেশি নিহত এবং আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। নিহতরা হলেন: কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী), শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত শান্তিরক্ষীরা হলেন: লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা), সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) এবং মো. মানাজির আহসান (নোয়াখালী)।

Manual1 Ad Code