১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত

admin
প্রকাশিত ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ২২:৪০:৫৩
সৈয়দপুরে বাসচাপায় ভ্যানচালক নিহত

Manual6 Ad Code

নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে একটি বাসের চাপায় ভ্যানচালক আবুল হোসেন (৪৭) নিহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের ওয়াপদা মোড়সংলগ্ন এলাকায়। এ সময় ঘণ্টাব্যাপী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

Manual2 Ad Code

নিহতের বাড়ি পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের চিনিরবন্দর উপজেলার বিন্যাকুড়ী এলাকায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল হোসেন দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে ভ্যান নিয়ে যাত্রা শুরু করেন। যাত্রী নিয়ে নিজ এলাকায় ফেরার পথে ডোমার ভাউলাগঞ্জ থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি বাস তাকে চাপা দেয়।

ওসি আব্দুল ওয়াদুদ বলেন,

Manual7 Ad Code

“আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।”

Manual5 Ad Code

পুলিশ ঘটনার পর সড়ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পালিয়ে যাওয়া আসামিদের ধরতে তৎপরতা চালাচ্ছে।