মোঃ আবুল বশর সিলেট জেলা প্রতিনিধি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক এবং রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রীজের যৌথ উদ্যোগে অসচ্ছল ও দরিদ্র মানুষের স্বাবলম্বীকরণ লক্ষ্যে রিকশা ও হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ইসতিয়াক জামান পিএইচডি, ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি কর্নেল (অবঃ) আতাউর রহমান পীর, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আসক এর সিলেট বিভাগীয় প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম বাবুল সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ সহ উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে রিকশা ও হুইল চেয়ার হস্তান্তর করেন।
আয়োজকরা জানান, এই স্বাবলম্বীকরণ প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো কর্মহীন ও দরিদ্র মানুষের হাতে সম্মানজনক জীবিকার সুযোগ করে তুলে দেওয়া, যাতে তারা নিজের পরিশ্রমের মাধ্যমে পরিবার পরিচালনা করতে পারেন এবং প্রতিবন্ধী মানুষ যাহাতে চলাফেরা করতে সহায়ক হয়। বক্তারা বলেন, রোটারি ও মানবাধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মানুষের জীবিকা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করা এবং অসহায় মানুষের পাশে থাকা। রিকশা বিতরণের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিত আয়ের সুযোগ পাবেন, যা তাদের দারিদ্র্য দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এই উদ্যোগের জন্য আয়োজক সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এই ধরনের যৌথ উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।