১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

admin
প্রকাশিত ২১ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ২২:০৩:৪৮
হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

Manual5 Ad Code

চট্টগ্রাম, ২১ অক্টোবর: চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীদের পিটুনিতে মো. তানভীর (১৬) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পৌরসভার পুরোনো অফিসের সামনে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া এলাকার প্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি স্থানীয় আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Manual2 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান জানান, মঙ্গলবার স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ হয়। পরে ওই বিরোধ মেটাতে তানভীর এগিয়ে গেলে একপক্ষ ক্ষুব্ধ হয়ে দুপুরে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া) বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Manual5 Ad Code