১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৮তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা

admin
প্রকাশিত ২৬ অক্টোবর, রবিবার, ২০২৫ ১১:০৯:৪০
১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৮তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা

Manual2 Ad Code

আসনবিন্যাস প্রকাশ ৩০ অক্টোবর

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৮তম বিজেএস) বা সহকারী জজ পদে নিয়োগের প্রাথমিক (প্রিলিমিনারি) পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ৬ হাজার ১২৩ জন প্রার্থী।

Manual5 Ad Code

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) আশিকুল খবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আসনবিন্যাস আগামী ৩০ অক্টোবর কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

প্রার্থীদের সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ১০টা ৫৫ মিনিটে এমসিকিউ প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হবে। ১০টা ১০ মিনিটে হাজিরা তালিকায় স্বাক্ষর করতে হবে এবং প্রবেশপত্র টেবিলে দৃশ্যমান রাখতে হবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার তথ্য মিলিয়ে দেখা হবে।

Manual7 Ad Code

১০টা ৫৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দুপুর ১২টায় সমাপনী ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ হবে। পরীক্ষার পর উত্তরপত্র সংগ্রহ সম্পন্ন না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসে থাকতে হবে।

Manual7 Ad Code

কমিশন পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত নিয়মাবলি সংবলিত পিডিএফ ও ভিডিও ক্লিপ ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে।