৮১ বলে ২৩ ছক্কা ও ১৪ চারে ২২৯ রান—স্ট্রাইকরেট ২৮২.৭১! স্কট এডওয়ার্ডস এমন ঝোড়ো ইনিংস খেললেও টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে জায়গা হচ্ছে না তাঁর। কারণ তিনি যেই টুর্নামেন্টে এই ইনিংস খেলেছেন, সেটি স্বীকৃত টি-টোয়েন্টি নয়।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে ভিক্টোরিয়ার আলটোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ২২৯ রানের ইনিংস খেলেন এডওয়ার্ডস। কিন্তু টুর্নামেন্টটি স্বীকৃত টি-টোয়েন্টি না হওয়ায় ক্রিস গেইলের ১৭৫ রানের রেকর্ড টপকেও আনুষ্ঠানিক রেকর্ড তিনি ভাঙতে পারেননি।
ইনিংসের গল্প
ওপেনিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন এডওয়ার্ডস।
১৬ ওভার শেষে আলটোনার স্কোর ছিল ২ উইকেটে ২১২। নির্ধারিত ২০ ওভারে দলটি পৌঁছে যায় ৩০৪/২ রানে।
এডওয়ার্ডসের ঝড়ো ব্যাটিংয়ে আলটোনা ম্যাচ জেতে ১৮৬ রানে। ৩০৫ রানের লক্ষ্যে নেমে উইলিয়ামস ল্যান্ডিং গুটিয়ে যায় মাত্র ১১৮ রানে।
তবুও রেকর্ড গেইলেরই
স্কট এডওয়ার্ডসের দাপুটে ২২৯ রানের ইনিংস স্বীকৃত টি-টোয়েন্টি নয়। ফলে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখনও ক্রিস গেইলেরই—
*১৭৫ (৬৬ বল, ১৩ চার, ১৭ ছক্কা)**,
২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো সেঞ্চুরি নেই এডওয়ার্ডসের। তাঁর সর্বোচ্চ ৯৯ রান গত বছর ওমানের বিপক্ষে।