সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩
জাফলং সীমান্তে বাংলাদেশের তথ্য ভারতে পাচারকারী কে এই শাজাহান
গোয়াইনঘাট প্রতিনিধিঃ- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিভিন্ন তথ্য পাচার কারি শাজাহান জাফলং এলাকার লাখেরপাড় গ্রামে বসবাস করেন বলে জানা গেছে।
শাজাহানের মূল পেশা হচ্ছে ভারত থেকে চিনি,মদ,গাঁজা,ইয়াবা, কসমেটিক, স্বর্ণ সহ অসংখ্য অবৈধ মালামাল বাংলাদেশ এনে বিভিন্ন জেলায় পাচার করে আসছে বলে জানা গেছে,
শুধু তাই নয় ভারত সীমান্তের বিএসএফ ও বাংলাদেশের বিজিপির সাথে রয়েছে তার গোপনীয় সম্পর্ক সেজন্য কাউকে তোয়াক্কা না করে এইসব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই শাজাহান।
এবং বাংলাদেশের সকল গোপন তথ্যের ৪০-৫০ কপি প্রতিদিনের পত্র পত্রিকা ভারতে পাচার করছেন বলে জানা যায়।
এই সব বিষয়ে শাজাহানের কাছ থেকে মোটো ফোনে জানতে চাইলে তিনি বলেন আমি ভারত থেকে কিছু কিছু মালামাল আমদানি রপ্তানি করি ঠিকই কিন্তু কোন ধরনের তথ্য আদান-প্রদান করিনা।
প্রথম- পর্ব
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD