সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন, এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে—সেটা কবে হবে, আপনি তো সে কথা বলছেন না, অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী । কখন আপনি সংস্কার সম্পন্ন করবেন, আর কখন আপনার নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, এটা তো আজকে জনগণ জানতে চায়।
নির্বাচিত সরকার থাকলে যে কাজগুলো করতে পারতো সে কাজগুলো আটকে আছে। শেয়ার বাজার অত্যন্ত নাজুক অবস্থা, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, কোরবানির আগে মসলার দাম বেড়ে গেছে, এটা কেন? আজকে জবাবদিহিমূলক সরকার এলে এই কাজগুলো করত নির্বাচিত সরকার। এই কাজগুলো তারা করতে পারছে না।
শনিবার (১৭ মে) বিকেলে মনোহরদীর হাতিরদিয়ায় সা’দত আলী উচ্চবিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, যে ভোটের জন্য এত রক্তপাত, যে ভোটের জন্য অনেক নেতাকর্মী ক্রসফায়ারে জীবন দিয়েছে, অদৃশ্য হয়েছে সেই ভোটতো আমরা পেলাম না। সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনতো পেলাম না। এটার জন্যইতো এত লড়াই, এত সংগ্রাম যে, জনগণ তার ইচ্ছেমত তাদের প্রতিনিধি করবে। যাকে ইচ্ছা তাকে সরকারে বসাবে। এইযে ক্ষমতা সেটা জনগণের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন। সেটা নিয়ে এত গড়িমসি কেন।
বিএনপির স্বেচ্ছাবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বাছেদ ভূঁইয়াসহ বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলায় সাতপাইকা ফুটবল একাদশ, আফাজ উদ্দিন মুক্তার ফাউন্ডেশকে ২-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে। পরে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD