রাজশাহীর বাঘা ও আশপাশের এলাকায় কুখ্যাত সন্ত্রাসী বেল্লাল মন্ডলের তৎপরতায় চরম অস্থিরতা বিরাজ করছে। বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকনকে ঘায়েল করার জন্য বেল্লাল মন্ডল ও ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর সিন্ডিকেট মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সূত্র জানায়, নাটোরের দিয়ার বাহাদুরপুর বালুমহাল ইঞ্জিনিয়ার কাকন বৈধভাবে পরিচালনা করেন। পিন্টু গোষ্ঠী সেখানে চাঁদা দাবি করতে ব্যর্থ হলে, তারা বেল্লাল মন্ডলকে সঙ্গে নিয়ে “কাকন বাহিনী” নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা শুরু করে।
স্থানীয়দের অভিযোগ, বেল্লাল দীর্ঘদিন ধরে বাঘা, লালপুর ও ভেড়ামারা এলাকায় মাদক, চাঁদাবাজি, জমি দখল ও হত্যাসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসন এখনও কার্যকর ব্যবস্থা নেয়নি।
সম্প্রতি বেল্লাল মন্ডলের নেতৃত্বে চাঁদা দাবি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হন, যাদের মধ্যে একজন ছিলেন স্থানীয় লিটন নামের শ্রমজীবী।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বেল্লাল মন্ডল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।