সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
রাজধানী: রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এবার রান্না ঘরে নতুনত্ব এনেছেন। চলতি দিনের প্রচলিত চালকুমড়া তরকারির পরিবর্তে তিনি তৈরি করেছেন চালকুমড়া দিয়ে পোস্তের তরকারি।
রান্নার প্রণালি খুব সহজ। প্রথমে চালকুমড়া খোসা ছাড়িয়ে কেটে, সরিষার তেলে শুকনা মরিচ দিয়ে ফোড়ন দেওয়া হয়। এরপর পেঁয়াজ, আদা-রসুন বাটা ও মশলা দিয়ে কষানো হয়। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত চালকুমড়া রান্না হয়ে গেলে এতে পোস্তদানা, কাঁচা মরিচ ফালি ও সামান্য চিনি মেশানো হয়। শেষ ধাপে ঘি দিয়ে নেড়েচেড়ে প্রস্তুত করা হয়।
মুক্তা জানাচ্ছেন, এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ অনন্য হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD