১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, গুজব ছড়ানোয় ক্ষোভ স্বজনদের

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২২:১০:২৯
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, গুজব ছড়ানোয় ক্ষোভ স্বজনদের

Manual6 Ad Code

ঢাকা, ৩ অক্টোবর — বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অবস্থার অবনতি হওয়ায় ২৮ সেপ্টেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Manual1 Ad Code

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা “অপরিবর্তিত” রয়েছে। স্কয়ার হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ এসাম এবনে ইউসুফ ছিদ্দিক বলেন, “তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে আছেন। তাঁর অবস্থা মেডিকেলি ক্রিটিক্যাল। উন্নতি হয়নি, আবার অবনতিও হয়নি।”

Manual8 Ad Code

চিকিৎসক ও পরিবারের বক্তব্য

সাবেক মন্ত্রীর মেয়ের জামাই ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ তৌহিদুজ্জামান তুহিন জানান, “যতক্ষণ পর্যন্ত হৃদ্‌যন্ত্র ও কিডনি চলে, ততক্ষণ পর্যন্ত লাইফ সাপোর্ট বন্ধ করা হয় না। প্রতিদিন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে—কিছু প্যারামিটার ঠিক হচ্ছে, আবার কিছু খারাপও হচ্ছে। আপনারা দোয়া করবেন।”

গুজবে ক্ষোভ

এরই মধ্যে গত বুধবার মধ্যরাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, তোফায়েল আহমেদ মারা গেছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তৌহিদুজ্জামান বলেন, “একটা লোক বেঁচে আছে, অথচ নানা গুজব ছড়ানো হচ্ছে। এটা আমাদের জন্য পীড়াদায়ক।”

দীর্ঘদিন ধরে অসুস্থ

গত কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে।

Manual3 Ad Code